magazine_cover_12_november_19_00.jpg

 

Home sports বিজয়ের বদলে বিশ্বকাপে এবার ময়ঙ্ক আগরওয়াল

বিজয়ের বদলে বিশ্বকাপে এবার ময়ঙ্ক আগরওয়াল

sports-1.7.2019-img1 প্র্যাকটিস করতে গিয়ে জসপ্রীত বুমরার বলে বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন বিজয় শঙ্কর। জানা গেল, তাঁর আঘাত বেশ তীব্র, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহ তিনেক লাগতে পারে। ফলে ঝুঁকি না নিয়েই ময়ঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে তাঁর। জানা গিয়েছে, চার নম্বরে ঋষভ পন্থ রান না পেলে কে এল রাহুলকে সেখানে নামিয়ে ময়ঙ্ককে দিয়ে ওপেন করতে পাঠানো হবে।

jasprit bumrah | mayank agarwal | icc world cup | world cup 2019