magazine_cover_12_June_19.jpg

Tolly News

যশ-মধুমিতার জুটি এবার বড় পরদায়

madhumita-jash-big সিরিয়ালের পর এবার সিনেমা, হিরো হিরোইনের কেমিস্ট্রি কিন্তু তুখোড়। ‘কুসুম দোলা’, ‘কেয়ার করি না’ সিরিয়ালের পপুলার অভিনেত্রী মধুমিতা সরকার এবার পা রাখতে চলেছেন ফিল্ম দুনিয়ার রুপোলি পর্দায়৷ এসভিএফের ব্যানারে মে মাসে শুরু হতে চলেছে তাঁর প্রথম ছবির শুটিং৷ ছবির নাম বা ছবিটির পরিচালকের নাম এখনও জানা না গেলেও এটা কিন্তু জানা গিয়েছে তাঁর হিরো হতে চলেছেন যশ৷ এর আগে এই এই জুটি ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ছোটপর্দায় জনপ্রিয় হয়েছিল, এবার দেখা যাবে বড় পর্দায় তাঁদের কেমিস্ট্রি।