magazine_cover_12_September_19.jpg

Bolly News

এবার সলমনের সঙ্গে

আমির খান, শাহরুখ খানের পর এবার সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন অনুষ্কা শর্মা। ছবির নাম ‘সুলতান’। ছবিতে একজন মহিলা কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। হরিয়ানভি অ্যাকসেন্টে কথা বলবেন অনুষ্কা। ছবির পরিচালক আলি আব্বাস জ়াফর জানিয়েছেন, নানা ঝাড়াই-বাছাই পর্ব পেরিয়েই অনুষ্কাকে বেছে নেওয়া হয়েছে। তার প্রধান কারণ, অভিনেত্রীর ফিটনেস এবং চেনাজানা ভাষা। যাই হোক শুটিং শুরু হওয়ার আগে তিন সপ্তাহ ধরে অনুষ্কাকে ট্রেনিং দেওয়া হবে। প্রসঙ্গত এই ছবিতে ডি-গ্ল্যাম লুকে দেখা যাবে তাঁকে।