magazine_cover_12_July_19.jpg

Tolly News

ভূতের খপ্পরে এণা?

ena-big হরর ছবির শুটিং করতে গিয়ে ভয় পাওয়ার অভিনয় করতে হবে এটা তো জানা কথাই। কিন্তু সত্যি যদি ভুতু়ড়ে অভিজ্ঞতা হয়? ‘ভূত চতুর্দশী’-র শুটিং করতে গিয়ে এণা সাহার ঠিক তাই হয়েছে। শুটিং স্পট ছিল বোলপুরের এক পুরনো বাগান বাড়ি। ইউক্যালিপটাস গাছের জঙ্গলে ঘেরা সেই বাড়িতে শুটিং করতে ঢুকেই এণার মনে হয়েছিল বাড়িটাতে কিছু আছে। যদিও দলের বাকি লোকেরা ব্যাপারটা অত সিরিয়াসলি নেয়নি, কিন্তু ক্রমে-ক্রমে তারাও অনুভব করতে থাকে অশরীরী কারোর উপস্থিতি। তার উপর হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, পরিস্থিতি হয়ে ওঠে ভূতের ছবির উপযুক্ত। শুটিং করার সময়, বিশেষ করে রাতের বেলা বেশ গা ছমছমই করত এণা সহ বাকিদের। তবে এণা জানিয়েছেন অশরীরী যিনিই থেকে থাকুন না কেন তিনি কোনও বিপত্তির সৃষ্টি করেননি। ভালভাবেই শুটিংপর্ব মিটে গিয়েছিল।

Ena Saha | Spooky | Horror | Bhoot Chaturdashi | Mainak Bhaumik | Shabbir Mallick