Home sports ভাড়া-ই মাসে ১৫ লক্ষ !

ভাড়া-ই মাসে ১৫ লক্ষ !

virushka-big দিনকয়েক আগে বিরাট কোহলি নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর থেকেই নেট দুনিয়ায় তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে। ভক্তরা ভাবছে এটাই হয়তো মুম্বইয়ের অভিজাত ওয়রলি অঞ্চলের সেই বিলাসবহুল ফ্ল্যাট যা তিনি ৩৪ কোটি টাকার বিনিময়ে কিনেছিলেন ২০১৬ সালে। কিন্তু এখন খবর, এটা নাকি সেই ফ্ল্যাটটি নয়, ওয়রলি অঞ্চলেই এই ফ্ল্যাটটি বিরুষ্কা ভাড়া নিয়েছেন মাসিক ১৫ লক্ষ টাকায়! শুধু তা-ই নয়, ২৬৭৫ বর্গফুটের এই ফ্ল্যাটের ডিপোজ়িট মানি হিসেবে দিতে হয়েছে দেড় কোটি টাকা। শোনা যাচ্ছে, এখানে নাকি দু’বছরের জন্য থাকবেন বিরাট-অনুষ্কা। সত্যি, একটি আকাশছোঁয়া ফ্ল্যাট থাকতেও আবার একটি… একেই বোধহয় বলে, বড়লোকের খেয়াল!

Virat Kohli | Anushka Sharma | Virushka, Worli