magazine_cover_12_january_20.jpg

Bolly News

‘কবীর সিংহ’ দেখবেন না বিজয়

arjun-and-Kabir_big ‘ছবিটায় কী আছে আমি জানি, অভিনয় করেছি… আবার দেখার কী আছে?’ এটাই বক্তব্য ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয় দেবরকোন্ডার। নিজের পরবর্তী ছবি ‘ডিয়ার কমরেড’-এর প্রচারে এসে ‘কবীর সিংহ’ সম্পর্কে এই বক্তব্যই রেখেছেন তিনি। এমনকি ‘ডিয়ার কমরেড’-এর প্রোমোশনে ‘কবীর সিংহ’ নিয়ে প্রশ্ন তোলায় বেশ বিরক্ত হতেই দেখা যায় তাঁকে। তাঁর মতে, শাহিদ যথেষ্ট ভালভাবে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরেও নিয়েছেন, যেমনটা তিনি নিয়েছিলেন। তবে তার জন্য আবার করে ‘কবীর খান’ দেখার কিছু হয়নি। ছবিটায় তাঁর জন্য আর কিছু বাকি নেই। এরপরে ‘কবীর সিংহ’ নিয়ে আর কোনওরকম প্রশ্নই শুনতে চাননি তিনি।

Kabir Singh | Vijay Deverakonda | Shahid Kapoor | Arjun Reddy