magazine_cover_12_april_18.jpg

Tolly News

চলে গেলেন সুমিতা সান‍্যাল।

বাংলা ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় এই অভিনেত্রী ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মোটামুটিভাবে ছয়ের দশক থেকে কেরিয়ার শুরু করেন সুমিতা। অভিনয় করেছেন প্রায় ৪০ টি বাংলা ছবি এবং বেশ কিছু হিন্দি সিনেমায়। রাজেশ খন্না, অমিতাভ বচ্চনের বিপরীতে আনন্দ বা বিনোদ খন্নার সঙ্গে মেরে অপনে ছবিতে সুমিতার অভিনয় প্রশংসিত হয়েছিল। এছাড়া বাংলায় কুহেলি, দেয়ানেয়া- তেও অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ১৯৪৫ সালে দার্জিলিংয়ে মঞ্জুলা নামে জন্ম নেন সুমিতা। সিনেমায় আসার পর নাম হয় সুচরিতা। সেটা খোকাবাবুর প্রত‍্যাবর্তনের সময়। পরে পরিচালক কনক মুখোপাধ্যায় নাম দেন সুমিতা। এই জনপ্রিয় ব্যক্তিত্ব বিয়ে করেছিলেন সিনেমা ইন্ডাস্ট্রির এডিটর সুবোধ রায়কে।