magazine_cover_12_december_19.jpg

Bolly News

বিয়ে করলেন ঊর্মিলা

অবশেষে বিয়ের ফুল ফুটল বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের। গতকাল কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীরের। গোটা অনুষ্ঠানটাই সম্পন্ন হয়েছে খুবই সাদামাটাভাবে। urmila-matondkar-big0ঊর্মিলার ঘনিষ্ঠ বন্ধু প্রখ্যাত ডিজ়াইনার মণীশ মলহোত্র বাদে আর কোনও সেলেব্রিটিকে দেখা যায়নি এই বিয়ের অনুষ্ঠানে। পরিবারের একাংশের ইচ্ছেতেই খুবই গোপনীয়তার সঙ্গে বিয়ের পর্ব সারেন ঊর্মিলা। অবশ্য বিয়ে উপলক্ষে খুব শীঘ্রই এক জারজমকপূর্ণ রিসেপশনের ব্যবস্থা করছেন ঊর্মিলা ও মহসিন।