magazine_cover_12_July_19.jpg

Tolly News

গরমে কাবু তনুশ্রী!

TANUSHREE-big প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যেই কিনা আউটডোর শুট পড়েছে তনুশ্রী চক্রবর্তীর। সেই শুট করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ‘‘দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে শুটিং ছিল। পুরো গরমে আউটডোর করতে হচ্ছে। এদিকে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদের মুখে বাইরে থেকে একটা স্যান্ডউইচ খেয়ে নিই। ওটাই ভুল হয়েছিল আমার। পরের দিন অসম্ভব পেটে ব্যথা, পাল্লা দিয়ে জ্বর। কয়েকদিন বেডরেস্টে থাকতে হয়েছে। আমার কপালটা ভাবুন। কিছুদিন আগে কসৌলিতে শুট করছিলাম, ওখানে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে একেবারে তপ্ত কড়াইয়ের মধ্যে পড়েছি। শরীরের আর দোষ কী,’’ হাসতে-হাসতে বললেন তনুশ্রী। তবে এখন ভাল আছেন এটাও জানালেন।

TANUSHREE | FEVER | OUTDOOR SHOOT | SUMMER