magazine_cover_12_September_19.jpg

Bolly News

ইমরানের জায়গা নিলেন টাইগার?

tiger-bigনা, না কোনও ছবিতে ইমরান হাশমিকে সরিয়ে তাঁর জায়গা নেননি টাইগার শ্রফ! কিন্তু সম্ভবত সিরিয়াল কিসারের তকমাটা ইমরানের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছেন তিনি। কারণ? এখনও অবধি নিজের তিনটি ছবিতেই (দু’টি মুক্তি পেয়েছে, তৃতীয়টি মুক্তির অপেক্ষায়) নায়িকাদের চুমু খেয়েছেন টাইগার। tiger-big-2 প্রথম ছবি ‘হিরোপান্তি’তে কৃতি স্যানন, ‘বাগী’তে শ্রদ্ধা কপূর এবং মুক্তির অপেক্ষায় দিন গুনতে থাকার তাঁর পরবর্তী ছবি ‘দ্য ফ্লাইং জাট’-এ জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। এখানেই শেষ নয়, এর মাঝে একটি মিউজ়িক ভিডিয়োতে গার্লফ্রেন্ড দিশা পাটনীকেও চুমু খান তিনি। শোনা যাচ্ছে, ‘দ্য ফ্লাইং জাট’-এ নাকি এমন কোনও সিনই ছিল না। কিন্তু টাইগার আর জ্যাকলিন শলা-পরামর্শ করে কিসিং সিনটি ঢোকান। অতএব… ইমরান একটু সাবধানে থাকবেন!