Anandalok Gossip

আহা রে প্রেমিক!

tiger-Disha-bigবড় নির্দয় এই ইন্ডাস্ট্রি। প্রেমিকের কষ্ট বোঝেই না! কী এমন খারাপ কাজ করেছিলেন টাইগার শ্রফ? প্রযোজক সাজিদ নাদিয়াদওলা তাঁর মেন্টর, তাঁর কাছে একটু আবদার করেছিলেন। tiger-Disha-inset প্রথমে ‘বাগী ২’-তে নিজের বান্ধবী দিশা পটানীকে কাস্ট করার আবদার করেন টাইগার। মিষ্টি হেসে এড়িয়ে যান সাজিদ। তারপর আবার ‘হিরোপন্তি ২’-এ দিশাকে নেওয়ার জন্য দরবার করেন টাইগার। এবারও রাজি হন না সাজিদ। সাজিদ তো প্রেমিকের সমস্যাটাই বোঝেন না! গার্লফ্রেন্ডের প্রেশার বলেও তো একটা কথা আছে? সেই তাড়নায় ‘হিরোপন্তি ২’-এর পরিচালক শব্বির খানকে আবার দিশার কথা বলেন টাইগার। শব্বির সে-কথা সাজিদকে জানাতেই বোমাটা ফাটে। টাইগারকে ফোন করেন প্রযোজক। তারপর জোরদার বকুনি! পরামর্শ দেন, নিজের কেরিয়ারটুকুর কথাই যেন ভাবেন! এবার যে টাইগার কী করবেন…