Anandalok Gossip
আহা রে প্রেমিক!
বড় নির্দয় এই ইন্ডাস্ট্রি। প্রেমিকের কষ্ট বোঝেই না! কী এমন খারাপ কাজ করেছিলেন টাইগার শ্রফ? প্রযোজক সাজিদ নাদিয়াদওলা তাঁর মেন্টর, তাঁর কাছে একটু আবদার করেছিলেন।
প্রথমে ‘বাগী ২’-তে নিজের বান্ধবী দিশা পটানীকে কাস্ট করার আবদার করেন টাইগার। মিষ্টি হেসে এড়িয়ে যান সাজিদ। তারপর আবার ‘হিরোপন্তি ২’-এ দিশাকে নেওয়ার জন্য দরবার করেন টাইগার। এবারও রাজি হন না সাজিদ। সাজিদ তো প্রেমিকের সমস্যাটাই বোঝেন না! গার্লফ্রেন্ডের প্রেশার বলেও তো একটা কথা আছে? সেই তাড়নায় ‘হিরোপন্তি ২’-এর পরিচালক শব্বির খানকে আবার দিশার কথা বলেন টাইগার। শব্বির সে-কথা সাজিদকে জানাতেই বোমাটা ফাটে। টাইগারকে ফোন করেন প্রযোজক। তারপর জোরদার বকুনি! পরামর্শ দেন, নিজের কেরিয়ারটুকুর কথাই যেন ভাবেন! এবার যে টাইগার কী করবেন…
You Might Like