magazine_cover_27_september_17_2.jpg

Anandalok Gossip

কৃতি-সুশান্ত এখনও একসঙ্গেই

Kriti-Sanon-bigএকটা সময় কথা হচ্ছিল, সুশান্ত সিংহ রাজপুত আর কৃতি স্যানন নাকি ডেট করছেন। ‘রাবতা’ ছবির শুটিংয়ের সময়ই নাকি এই ‘প্রেম’-এর সূত্রপাত। অবশ্য খুব শিগগিরই ‘জানা’ গিয়েছিল, এসব কিছু না। আসলে ছবির প্রচারের কারণেই তাঁরা এটি করছেন। তবে এখন কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে। প্রায়ই সুশান্ত এবং কৃতিকে ভোররাতে একে অপরের বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখা যাচ্ছে। অবস্থা খুবই পরিষ্কার। পাপারাৎজ়িকে এড়ানোর জন্যই বাজারে ‘এটা মিথ্যে’, এই খবর ছড়িয়েছিলেন সুশান্ত-কৃতি। প্রেমটা তাঁরা জোরদারই করছেন।