magazine_cover_12_october_19.jpg

Bolly News

সুশান্তের অধ্যবসায়!

Sushant_bigআজকেই রিলিজ় করেছে ‘এম এস ধোনী, দ্য আনটোল্ড স্টোরি’। এই ছবির সঙ্গে-সঙ্গে রিলিজ় করেছে একটি ছোট্ট ভিডিয়োও। সেখানে দেখানো হয়েছে ১৫০ দিন কীভাবে, কত কষ্টের মধ্যে দিয়ে ট্রেনিং করেছেন সুশান্ত সিংহ রাজপুত (এই ছবিতে মহেন্দ্র সিংহ ধোনীর ভূমিকায় আছেন তিনি)। মহেন্দ্র সিংহ ধোনীর বিখ্যাত হেলিকপ্টার শট প্র্যাকটিস করতে গিয়ে তো অ্যাঙ্কলে হেয়ারলাইন ক্রাকই হয়ে যায় সুশান্তের। ডাক্তারের পরামর্শে দুই সপ্তাহ রেস্ট নিতে হয় তাঁকে। তারপর অবশ্য সুশান্ত এত ভাল হেলিকপ্টার শট মারতে শিখে যান যে তাবড়-তাবড় সমালোচকরাও স্বীকার করেছেন ধোনীর মতোই ক্রিকেট খেলছেন তিনি। আর সুশান্তের মতে, এত কষ্ট সার্থক হবে, তখনই যদি সিনেমাটা হিট হয়।