Bolly News
বইপোকা সুশান্ত!
বই পড়তে ভারী ভালবাসেন সুশান্ত সিংহ রাজপুত। ছবির শুটিং হোক বা ফোটোশুট, তাঁর সঙ্গে থাকে বই। সময় সুযোগ পেলেই বই হাতে বসে পড়েন তিনি। সুশান্তের এই বই পড়ার অভ্যেস নাকি ছোটবেলা থেকেই। এত বিজ়ি শেডিউলের মধ্যেও একটি বই পড়তে দু’দিনের বেশি নেন না সুশান্ত। তাঁর বক্তব্য, একটি বই পড়া শুরু করলে, সেটা শেষ না হওয়া অবধি শান্তি পান না। নিজের বাড়িতে একটি লাইব্রেরিও বানিয়েছেন তিনি। সুশান্ত নাকি লং ড্রাইভে যাওয়া, পার্টি করার চেয়েও বেশি এনজয় করেন বাড়িতে বসে বই পড়তে।