magazine_cover_12_february_19.jpg

Tolly News

শুভশ্রীর পশুপ্রেম

subhosree-big প্রত্যেক বছর সল্টলেকের বিধাননগর মেলায় অনুষ্ঠিত হয় এক ডগ শো। এই শো নিয়ে উৎসাহের শেষ নেই। এই বছর এই ডগ শোয়ের উদ্বোধন করতে আসেন শুভশ্রী। সেখানে এসে শুভশ্রী জানান, তিনি বরাবরই পশু প্রেমী। বিশেষ করে কুকুরদের প্রতি খুব দুর্বল তিনি। তাঁর নিজেরও একটি পোষ্য রয়েছে যার নাম দিয়েছেন জিলাটো। তাই এই মেলায় এসে ভীষণ খুশি হয়েছেন তিনি। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যও শুভশ্রীর বার্তা, তাঁরা যেন পশুদের প্রতি সমবেদনশীল হন।

আসিফ সালাম

Subhasree | Bengali actress subhasree