magazine_cover_12_february_19.jpg

Bolly News

নিজের ডায়লগ নিজের মুখে

pankaj-tripathi-big ‘সবকা আধার লিংক হ্যায় উসকে পাস’… না-না কোনও সরকারি ফতোয়ার কথা হচ্ছে না। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সাংঘাতিক মজার সেই ডায়লগটির কথা হচ্ছে। যে ডায়লগটা নাকি আদতে চিত্রনাট্যে ছিলই না! নিজের অভিনীত চরিত্র ‘রুদ্র ভাইয়া’কে আরও ইন্টারেস্টিং করে তুলতে এই সাংলাপটি নাকি একদম নিজে বানিয়েছিলেন পঙ্কজ! আর তাতেই বাজিমাত! ট্রেলারে ডায়লগটা শোনা হয়ে যাওয়া সত্ত্বেও আসল ছবি দেখার সময় আধার নিয়ে এই হালকা মজা একটুও ফিকে হয়নি, বরং লোকজনের মুখে-মুখে ফিরছে এটা। পঙ্কজ ত্রিপাঠি বরাবরই নিজের অভিনীত চরিত্রদের নিজে সাজিয়ে গুছিয়ে নিতে পছন্দ করেন। ‘স্ত্রী’তেও তার ব্যতিক্রম হয়নি, আর দর্শকদের সাড়া দেখে বোঝাই যাচ্ছে, সেই এক্সপেরিমেন্ট কতটা সফল হয়েছে।

Amar Kaushik | Pankaj Tripathi | Stree | Rajkumar Rao | Shraddha Kapoor