magazine_cover_12_September_19.jpg

 

Home bolly news details দক্ষিণে শাহরুখ

দক্ষিণে শাহরুখ

srk-big এবার তামিল ছবিতে ডেবিউ করতে চলেছেন কিং খান, তবে হিরো নয়, ভিলেনের ভূমিকায়। পুজোয় মুক্তি পেতে চলেছে তামিল সুপারস্টার বিজয়ের নতুন ছবি ‘বিগিল’, তাতে ১৫ মিনিটের একটা ভিলেনের ক্যামিওতে দেখা যাবে শাহরুখকে। আর এই পনেরো মিনিটেই নাকি পালটে যাবে গল্পের টুইস্ট! বিজয়ের সঙ্গে জোরদার ফাইটের দৃশ্য রয়েছে তাঁর, একটি গানেও নাকি তাঁকে দেখা যাবে। এই প্রথম দক্ষিণী ছবিতে অভিনয় কিং খানের, তাও এরকম প্লট-টুইস্টিং চরিত্রে। খুব শিগগিরই এই ‘ফাইট সিকোয়েন্স’-এর শুটিং শুরু হবে, তার জন্য চেন্নাই যেতে হবে তাঁকে।

SRK Shahrukh Khan | Vijay Bigil | Regional film