magazine_cover_12_April_19.jpg

Tolly News

‘গুমনামী’ স্থগিত? সৃজিত ব্যস্ত রেইকিতে…

Srijit-big গুমনামী বাবা কি আদতে নেতাজি সুভাষ চন্দ্র বসুই ছিলেন? এই নিয়ে এতদিনে প্রচুর বিতর্ক হয়েছে। মৃত্যু রহস্যকে ঘনীভূত করে দেশবাসীকে এই চিরকালীন ধাঁধাজালে আবৃত করে রেখে গিয়েছেন নেতাজী। শিল্পীর কল্পনায় যে ছবি আমাদের সামনে এসেছে, তার সঙ্গেও নেতাজীর অদ্ভুত মিল। যে সকল তথ্য মানুষের সামনে এসেছে, তাতে এটা বিশ্বাস করতে খুব অসুবিধে হয় না যে গুমনামী আসলে নেতাজীই। যাই হোক, যে কারণে কথাগুলো বলা, তা হল, সৃজিত মুখোপাধ্যায় এবার বড় পরদায় তুলে আনছেন গুমনামী বাবার রহস্যাবৃত জীবনকে। নাম ‘গুমনামী’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন নাম ভুমিকায়।

এবার গুমনামীকে আদৌ নেতাজী হিসেবে সৃজিত দেখাবেন কি না, সেটা সময় বলবে। তিনি এই মুহূর্তে গিয়েছেন ফৈজাবাদ, অযোদ্ধায় রেইকি করতে, যেখানে গুমনামী বাবা ওরফে ভগবন দাস ছিলেন। Srijit-big2 কিন্তু এরই মধ্যে বিপত্তি, নেতাজির পরিবারের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে ছবিটি নিয়ে। বসু পরিবারের কেউই চাইছেন না, ‘গুমনামী’ হোক। হয়তো নেতাজিকে ‘গুমনামী’ হিসেবে দেখানো হলে ভুল বার্তা যেতে পারে, সেই আশঙ্কা থেকেই। কিন্তু সৃজিত বারবার জানিয়েছেন, এই ছবিতে একটি কথাও মনগড়া বলবেন না তিনি। যা দেখাবেন, সবটাই তথ্যনির্ভর। নিজে রিসার্চ তো করছেনই, তাছাড়া এই ছবির ক্ষেত্রে তাঁর খুব বড় রেফারেন্স পয়েন্ট হল চন্দ্রচূড় ঘোষ এবং অনুজ ধরের লেখা একটি বই, CONUNDRUM, Subhas Bose’s Life After Death বইটি। ফলে সৃজিত একেবারেই ঘাবড়াচ্ছেন না। আশা করা যায়, এই ঝামেলা তাড়াতাড়িই মিটবে।

সায়ক বসু

GUMNAMI| CONUNDRUM | Subhas Bose’s Life After Death | Prasenjit Chatterjee | Srijit Mukherjee