magazine_cover_12_september_18.jpg

Tolly News

এবার বলিউডে সৃজিত

srijitbiye-big‘রাজকাহিনি’ রিলিজ়ের আগেই সুখবর সৃজিত মুখোপাধ্যায়ের জন্য। কিছুদিন আগেই বলিউডের প্রযোজক-পরিচালক মহেশ ভট্ট ‘রাজকাহিনি’ দেখে টুইটারে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিলেন। সৃজিতের এই ছবি কতটা সমকালীন, তা ছত্রে ছত্রে লিখে উত্তেজনায় ফেটে পড়েছিলেন। তবে এবার বোধ হয় শুধু দর্শক হিসেবেই থাকলেন না তিনি। কারণ খবর, কিছুদিনের মধ্যেই সৃজিতকে রাজকাহিনি ফের তৈরি করতে হবে এবং তা হিন্দিতে। ‘রাজকাহিনি’-র এই হিন্দি ভার্শনের নাম হতে চলেছে ‘লকির’। এটাই হবে পরিচালক হিসেবে সৃজিতের বলি-ডেবিউ। খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন, আনন্দলোক-এর আগামী সংখ্যায়।