magazine_cover_12_november_17.jpg

Anandalok Gossip

সোনু-নামবিভ্রাট!

sonu-nigam-sonu-sood-bigআজ়ানে রোজ সকালে ঘুম ভেঙে যায়, এই নিয়ে গায়ক সোনু নিগম টুইট করলেন। আর জনরোষে কপাল পুড়ল বেচারা সোনু সুদের! আসলে নামবিভ্রাট তো বিষয়টাই এমন! দিনকয়েক আগে, স্ন্যাপচ্যাটের উপর রাগ করে লোকে গালাগাল দিয়েছে স্ন্যাপডিলকে! প্রায় সেরকমই অবস্থা সোনু সুদের। সোনু নিগমের কথায় রাগ করে ইন্টারনেটে প্রচুর লোক সোনু সুদকে ট্রোল করে লেখেন, তাঁরা কেউ সোনু সুদের ছবি দেখবেন না। বেচারা সোনু এমনিতেই কোনও ছবি-টবি পান না। তার মধ্যে আবার এই! বেচারা এখন আকাশ-পাতাল ভাবছেন যে কী ঘটে গেল! আহা রে!