magazine_cover_12_April_19.jpg

Bolly News

টুইটার থেকে সাময়িক ব্রেক সোনমের

sonam-kapoor-big একটা সময় তিনি টুইটারে নিয়মিত ছিলেন। প্রায় সময়ই তাঁকে বিভিন্ন বিষয়ে টুইট করতে দেখা যেত। কিন্ত সম্প্রতি সোনম সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত কিছু মাসের জন্য তিনি আর টুইটারের সঙ্গে কোনও যোগাযোগ রাখবেন না। কারণ, সোনম উপলব্ধি করেছেন যে টুইটার নাকি এখন নেগেটিভিটিতে ভর্তি। তাই টুইটারে থাকা মানে নিজের মধ্যেও নেগেটিভ চিন্তাভাবনা ও মানসিকতা আসতে বাধ্য। টুইট করার চেয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখা অনেক বেশি পছন্দ সোনমের।

Sonam Kapoor | Sonak Kapoor twitter