magazine_cover_12_october_19.jpg

Bolly News

সোহার শপিং

চণ্ডীগড়ের স্থানীয় এক মার্কেট, সন্ধেবেলা, দোকানিরা একটু চমকেই গিয়েছেন। কারণ ওই মার্কেটে শপিং করতে এসেছেন সোহা আলি খান। কয়েকজন বন্ধুকে নিয়ে সারা মার্কেট ঘুরে বেরালেন। কিনলেন, কিছু ওড়না আর জুতি। তবে ব্যক্তিগত ওয়ার্ডরোব ভরানো এই শপিংয়ের উদ্দেশ্য ছিল না। আসলে পরবর্তী ছবিতে এক শিখ মেয়ের ভূমিকায় অভিনয় করার কথা তাঁর। সেই চরিত্রের কস্টিউম কিনতেই স্থানীয় মার্কেটে হানা দিয়েছিলেন তিনি। তবে মার্কেট ছেড়ে যাওয়ার আগে বলে গেলেন এখানকার জিনিস দারুণ পছন্দ হয়েছে তাঁর। খুব শিগগিরিই নিজের জন্য শপিং করতে আসবেন সোহা।