Tolly News

কালিম্পংয়ে গিয়েও টেনশনে!


সম্প্রতি রাজা চন্দ পরিচালিত নতুন বাংলা ছবি ‘আমার আপনজন’-এর শুটিং করতে, কালিম্পংয়ে গিয়েছিলেন সোহম। আর পাহাড়ে গেলেই নাকি মন ভাল হয়ে যায় সোহমের। শুটিং থেকে অবসর পেলেই তিনি বেরিয়ে পড়েছেন তাঁর প্রিয় মোমো খেতে। এছাড়া, টুকটাক শপিংও সেরেছেন তিনি। তবে সবকিছুর মধ্যেও বেশ টেনশনেই দিন কেটেছে সোহমের। কারণ, জানুয়ারির প্রথম সপ্তাহে তাঁর ছেলে আয়াংশের অন্নপ্রাশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সব দায়িত্ব প্রায় একার কাঁধেই সামলাচ্ছেন তিনি।