magazine_cover_12_july_18.jpg

Bolly News

মন্ত্রীর পদক্ষেপ

অবশেষে শক্তিশালী পদক্ষেপ নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই একটি হিন্দি চ্যানেলের প্রাইম টাইমে ‘পহরেদার পিয়া কী’ সিরিয়ালটি নিয়ে সারা ভারত তোলপাড়। সিরিয়ালটিতে ১০ বছর বয়সী নায়কের সঙ্গে ১৮ বছর বয়সী নায়িকার বিয়ে দেখানো হয়েছে। শুরু থেকেই সিরিয়ালটির বিযয়বস্তু নিয়ে হালকা উষ্মা ছিল মানুষের মনে। কিন্তু সাম্প্রতিক এপিসোডটি টিভিতে দেখানোর পর সব বাঁধ ভেঙে যায়। সেখানে নায়ক-নায়িকার ‘সুহাগরাত’ এবং নায়িকাকে নায়ক কর্তৃক সিঁদুর পরানো দেখে রেগে যান বহু দর্শক। অনলাইন পিটিশন সাইন করেন অনেকে। তা পাঠানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। সে মন্ত্রকের মন্ত্রী, স্মৃতি ইরানি নিজেই সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী। পিটিশন দেখে, খুব তাড়াতাড়া পদক্ষেপ গ্রহণ করেছেন স্মৃতি। বিসিসিসি-কে (ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিল) তিনি বলেছেন যেন সিরিয়ালটি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রচার জনিত যে-কোনও রকম অভিযোগ জানানোর কর্তৃপক্ষ বিসিসিসি। মন্ত্রীর সুপারিশে তারা হয়তো শীঘ্রই সিরিয়ালটি বন্ধ করে দেবে। প্রশ্ন, যে দেশে সিনেমায় একটি শব্দের ব্যবহারের জন্য তা আটকে দেওয়া হয়, হাজার ‘কাট’-এর কথা বলা হয়, সেখানে আদৌ এই ধরনের সিরিয়ালের কনটেন্ট মানুষ অবধি পৌঁছয় কী করে?