magazine_cover_12_october_19.jpg

Bolly News

রোহিতের আগামী ছবিতে কাজ করবেন না শ্রদ্ধা

shradha-kapoor-bigকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, রোহিত শেট্টির আগামী ছবি ‘গোলমাল আগেন’-এ নাকি অজয় দেবগনের বিপরীতে দেখা যেতে চলেছে শ্রদ্ধা কপূরকে। সেই সম্ভাবনাকেই নস্যাৎ করলেন শ্রদ্ধা। Rohit-গলোূএকটি ট্যাবলয়েডকে শ্রদ্ধা পরিষ্কার জানিয়েছেন, ‘গোলমাল আগেন’-এ দেখা যাবে না তাঁকে। তবে ভবিষ্যতে অবশ্যই রোহিত শেট্টির ছবিতে কাজ করবেন তিনি। প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল আলিয়া ভট্টই নাকি এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু দিওয়ালিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গেই অজয়ের ছবি ‘শিবায়’ রিলিজ় নিয়ে করণ-অজয় দ্বন্দ্বের জন্যই নাকি শেষ পর্ন্ত বেঁকে বসেন করণ ঘনিষ্ঠ আলিয়া। এবার শ্রদ্ধাও এই ছবিতে কাজ করছেন না জানিয়ে দিলেও তার কারণ নিয়ে জল্পনা কিন্তু থেকেই গেল।