magazine_cover_12_may_18_3.jpg

 

Home music news কোন রহস্যে একসঙ্গে?

কোন রহস্যে একসঙ্গে?

shankar-ehsaan-loy-big দীর্ঘ ২১ বছর ধরে একসঙ্গে কাজ করছেন তাঁরা। দিয়েছেন একের পর এক হিট। বলতে গেলে, শঙ্কর-এহসান-লয়ের সঙ্গে ‘হিট’ শব্দটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তা সে ‘দিল চাহতা হ্যায়’-এর গানই হোক বা ‘রক অন’। কিন্তু কোন রহস্যে তাঁরা আজও একসঙ্গে? ইগোক্ল্যাশ তো নয়ই, বন্ধুত্বে একফোঁটাও ফাটল ধরেনি তাঁদের। সম্প্রতি এই প্রশ্নটাই করা হয়েছিল এই জনপ্রিয় সুরকারত্রয়ীকে। কেমিস্ট্রির রহস্য জানতে চাওয়া হয়েছিল। বাকিরা কিছু বলার আগেই মুখ খোলেন এহসান নুরানি বলতে শুরু করেন, অন্যদের কথা তিনি জানেন না। কিন্তু শঙ্কর এবং লয়ের সঙ্গে কাজ করাটা তাঁরক আধ্যাত্মিক উন্নতির মতো লাগে। যে সাধনার জায়গা থেকে সুরগুলো আসে, সেগুলো শেখার তো বটেই, সাধনা করার মতোও। এই শিক্ষার এবং আত্মার বিকাশের জায়গাটা তাঁরা কেউই ছাড়তে চান না। পরস্পরের কাছ থেকেই নাকি সেই রসদটা পান…এখনও। তাই ছেড়ে যাওয়ার কথা মনেও হয় না।