magazine_cover_12_July_19.jpg

Bolly News

কঙ্গনার ঘুম ভাঙাতেন শাহিদ?

shahid-kangana-big কঙ্গনা-শাহিদের ‘কোল্ড ওয়ার’ নিয়ে যখন বেশ জলঘোলা চলছে, তখন কঙ্গনা রানাওয়াতই এই ঝামেলার কারণ জানালেন। ‘রঙ্গুন’ ছবির আউটডোরে শাহিদের কটেজের গা-লাগোয়া কেটেজে থাকতেন কঙ্গনা। প্রত্যেকদিন ভোরবেলা লাউড হিপ-হপ, হেভি মেটাল বা পপ মিউজ়িকে ঘুম ভাঙত কঙ্গনার। কারণ শাহিদ সাতসকালে উঠে ওই মিউজ়িকের সঙ্গে ওয়র্কআউট করতেন। কঙ্গনার এতই বিরক্ত লাগত যে তিনি কটেজ শিফ্‌ট করার আর্জি জানিয়েছিলেন প্রোডাকশন হাউজ়কে!