magazine_cover_12_january_20.jpg

 

Home bolly news details রোহিতের ছবিতে শাহরুখ-ক্যাটরিনা

রোহিতের ছবিতে শাহরুখ-ক্যাটরিনা

srk-katrina-film-unveiled

ফের জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ছবির নাম ‘দিলওয়ালে’ (Dilwale)। এর আগে যশ চোপড়ার ‘জব তক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রোহিত শেট্টির পরিচালনায় ফের সেলুলয়েডের পর্দায় দেখা যেতে চলেছে শাহরুখ-কাজলকে। তবে সাম্প্রতিক খবর, কাজল নন, ক্যাটরিনাকেই দেখা যেতে চলেছে ছবিতে। যদিও পরিচালক রোহিত শেট্টি জানিয়েছেন, মার্চ মাসে ছবির শুটিং শুরু আগে অফিসিয়ালি ছবির কাস্ট ঘোষণা করা হবে। ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বরুণ ধওয়ান ও আলিয়া ভট্ট।