magazine_cover_12_august_19.jpg

Tolly News

সঞ্জয়লীলা আর কমলেশ্বরের উদ্যোগে সুভাষের জীবনী পরদায়…

sanjay-leela-kamaleshawr-big ভারতে প্রথম টেস্টটিউব বেবি তৈরি করেন এই বঙ্গের ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। না ছিল ফান্ডিং, না পরিস্থিতির সাহায্য। বরং ছিল সবকর্মীদের চক্রান্ত, রাজনৈতিক বাধা। বাঙালি তাঁকে মনেও রাখেনি। তাঁর জীবনী এবার বড় পরদায় ফুটিয়ে তুলতে চলেছেন সঞ্জয়লীলা ভনসালী। তাঁর প্রযোজনায় তৈরি হবে সুভাষের জীবনকাহিনি। পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি নিজেও পেশায় ডাক্তার। নিঃসন্দেহে এ এক অনুপ্রেরণা জোগানোর মতো বিষয় এবং প্রচেষ্টা।