magazine_cover_12_July_19.jpg

Bolly News

মেকআপ করতে আড়াই ঘণ্টা সলমনের!

salman-khan-bharat-big-img কাঁচা-পাকা দাড়িতে নিজের লুক যখন ‘ভারত’-এর পোস্টারে শেয়ার করেছিলেন সলমন, তখনই চমকে গিয়েছিলেন সকলে। যে ভাইজানকে পরদায় দেখতে অভ্যস্ত আমরা, এ লুক যে তার থেকে অনেকটাই আলাদা। ‘ভারত’-এর পোস্টারে ও ট্রেলারে নানা বয়সের সলমনের লুক দেখেও শুরু হয়ে গিয়েছিল নানা জল্পনা। অবশেষে পরিচালক আলি আব্বাস জ়াফর শেয়ার করলেন সলমনের লুকের রহস্য। জানালেন, সেটে এসে প্রতিদিন ঝাড়া আড়াই ঘণ্টা মেকআপ করতেন সলমন। কাঁচা-পাকা দাড়ি ও চুলে সলমনকে যাতে এক্কেবারে পারফেক্ট লাগে, তার জন্য প্রায় ২০ রকম নকল দাড়ি-গোফের সেট নিয়ে রীতিমতো রিসার্চ করেছিলেন তিনি। যদিও ভারতীয় মেকআপ আর্টিস্টরাই সলমনের মেকআপ করতেন, তবে প্রস্থেটিক মেকআপ ডিজ়াইন করেছিলেন বিলেতের আর্টিস্টরা।

এত কিছু হাঙ্গামা সামলে ভাইজান অবশ্য রোজ খুশি মনেই মেকআপ করতে বসতেন। নিজেও এই বিশেষ লুকটিকে নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন তিনি, মেকআপের জন্য আড়াই ঘণ্টা ধৈর্য ধরেও বসে থাকতেন। পরিচালক জানিয়েছেন, ‘ভারত’-এ সলমনের চরিত্রের জন্য লুকটি বেশ গুরুত্বপূর্ণ।

Bharat | Salman Khan | Ali Abbas Zafar | Salman Khan Bharat look