magazine_cover_12_october_19.jpg

Bolly News

সবচেয়ে বড় খবর!

সত্যিই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বাতাসে খবর ভেসে আসছে (পড়ুন, শোনা যাচ্ছে) যে এতদিনে অবশেষে শাহরুখ খান আর সলমন খান একসঙ্গে পরদায় দেখা নেবেন। জল্পনা তো চলছিলই, ‘করণ-অর্জুন’ নিয়ে। কিন্তু আমাদের আলোচনার ছবিটি অন্য। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। এই ছবিতেই একটি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স থাকবে শাহরুখের। দুধের স্বাদ ঘোলে মেটানো, তা-ই বলবেন তো? যথেষ্ট উৎকৃষ্ট ঘোল কিন্তু! ওদিকে, খানদের দোস্তি এমনিতেই তেড়েফুঁড়ে উঠছে। সম্প্রতি আমির খানের দিওয়ালি পার্টিতে শাহরুখের তাস খেলার ছবি প্রকাশ পায়। এবার যদি তিন খান এক হয়ে যান… আর পায় কে!