magazine_cover_12_october_18.jpg

Anandalok Gossip

ডেজ়ি শাহর নেপথ্যে…

Salman-Khan-Daisy-Shah-big সবাই-ই তো জানি যে সলমন খানের কাছের মানুষ ডেজ়ি শাহ নামক অভিনেত্রী। কিন্তু কথাটা হচ্ছে, এই মহিলার শুরুটা হল কী করে? শোনা যাচ্ছে, রহস্যের উত্তর নাকি সলমন খান-ক্যাটরিনা কাইফের সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে। সলমন-ক্যাটরিনার সম্পর্কটা সেসময়ে ভাল যাচ্ছে না। একদিন ক্যাটকে সলমন বলেন, ‘‘তুমি এই ইন্ডাস্ট্রিতে টিকে আছ শুধু আমার জন্যই!’’ ক্যাটের খারাপ লাগে। Katrina-Kaif বলেন যে নিজের জোরেই তিনি আছেন ইন্ডাস্ট্রিতে। যদি তা না হয়, অন্য কাউকে স্টার বানিয়ে দেখান সলমন। সল্লুও সঙ্গে-সঙ্গে বলে দেন, ক’দিনের মধ্যেই তিনি একজন ব্যাকআপ ডান্সারকে নায়িকা করে দেখাবেন। অতএব, ‘জয় হো’তে ডেজ়ি শাহ লিড করলেন। ব্যস, খান পরিবারের আনাচে-কানাচে রয়ে গেলেন ডেজ়ি। তারপর অবশ্য ডেজ়ির বিশেষ উত্থান হয়নি। শোনা যাচ্ছে, এমনিতে সলমনের পরিবারের কেউই পছন্দও করেন না ডেজ়িকে। কিন্তু ওই… ভাইয়ের মর্জি বলে কথা।

Salman Khan | Daisy Shah | Katrina Kaif