magazine_cover_12_august_19.jpg

Bolly News

দেখা হয়নি বাহুবলী, অকপট সলমন

salman-khan-big ‘বাহুবলী’ সুপার ডুপার হিট হলেও বলিউডে প্রভাসের ডেবিউ যে বিশ বাঁও জলে তা ভালই বোঝা যাচ্ছে, আর কানাঘুষোয় শোনা যাচ্ছে সলমন খানের ভালমতো হাত রয়েছে এতে। প্রভাস বলিউডে এলে নাকি নিজের জায়গাটা নিয়ে একটু নড়বড়ে হয়ে যেতে পারেন ভাইজান। দুজনেই ফাইটিং আর মসালা ছবিতে এক্কেবারে সিদ্ধহস্ত কিনা! salman-khan-big2 সম্প্রতি সলমনের বলা কথায় যেন পাওয়া গেল সেই কানাঘুষোরই হালকা ইঙ্গিত। ভাই়়জান নাকি ‘বাহুবলী’-র প্রথম অংশটাই দেখেছেন শুধু। দ্বিতীয় অংশ না দেখায় এখনও জানেন না ‘কটাপ্পানে বাহুবলীকো কিঁউ মারা?’ কবে দেখবেন সে বিষয়েও বিশেষ উচ্চবাচ্য করতে দেখা গেল না তাঁকে। যারা বাহুবলী দেখেছ‌ে তারা মোটামুটি সবাইই জানে বাহুবলী দেখার পর তার সিকোয়েল না দেখলে কেমন একটা খাপছাড়া লাগে। তাহলে কি প্রভাসের প্রতি সলমনের এটা কোনও মেসেজ?

Salman Khan | Prabhas Bahubali