magazine_cover_12_october_18.jpg

Bolly News

বছরের শুরুতেই ধাক্কা!

saina-shraddha-big সাইনা নেহওয়ালের বায়োপিকে শ্রদ্ধা কপূর নামভূমিকায় অভিনয় করছেন, এই খবর বছরখানেক ধরে ঘুরছে। এমনকী, শ্রদ্ধা সাইনার সঙ্গে থেকে কাছ থেকে চিনছেন, এটাও অজানা নয়। শ্রদ্ধার টুইটার হ্যান্ডল দেখলেও এর প্রমাণ মেলে। আবার সাইনার কোচ পুল্লেলা গোপীচাঁদের কাছেও ট্রেনিং নিচ্ছিলেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, প্রোডাকশনের ঝামেলার জন্য পিছিয়ে যাচ্ছে ছবির কাজ। কিন্তু এখন খবর, ছবিটা নাকি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধই হয়ে গিয়েছে। শ্রদ্ধা শুট করছেন প্রভাসের সঙ্গে। ছবির নাম ‘সাহো’। বছরের শুরুটা শ্রদ্ধার জন্য ভাল হল না।