magazine_cover_12_february_19.jpg

Bolly News

এবার কি বাবা-মেয়ে একসঙ্গে?

saif-ali-khan-with-sara-big মুম্বই ফিল্মি দুনিয়ায় সারা আলি খান এখন বেশ আলোচিত নাম। বলতে গেলে বলিউডে প্রবেশের আগেই তাঁর বাড়ির দরজায় নতুন ফিল্মের লাইন পড়ে গিয়েছে। এটা তো জানা কথাই যে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি কেদারনাথ এবং সিম্বা। এর পাশাপাশি তাঁর নামের পাশে হয়তো জুড়তে চলেছে আরও একটি ছবির নাম। সম্ভবত এই নতুন সিনেমাটির পরিচালক ফিল্মিস্তান খ্যাত নিতিন কক্কর, আর সবথেকে বড় কথা হল, এই সিনেমায় হয়তো সারার সঙ্গে অভিনয় করবেন তাঁর বাবা সেফ আলি খানও। সবিস্তারে কিছু না বললেও খবরটা একেবারে নাকচও করেননি পতৌদির নবাব। সেফ বলেন, “আমার সঙ্গে একটা ছবির ব্যাপারে নিতিনের কথা হয়েছে ঠিকই, তবে তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও কিছু ফাইনাল হয়নি, তবে সিনেমার স্ক্রিপ্টটা ভাল।” ফ্যানেরা সকলেই অবশ্য বাবা-মেয়েকে একসঙ্গে পরদায় দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে, সিনেমাটি নাকি এক বাবা-মেয়ের সম্পর্ক নিয়েই তৈরি।

Sara Ali Khan | Saif Ali Khan | Nitin Kakkar | Filmistaan