magazine_cover_12_mayl_19.jpg

Tolly News

‘সুভাষিণী’ হচ্ছেন রুক্মিণী?

rukmini-big অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল যে, পদ্মশ্রী সুভাষিণী মিস্ত্রিকে নিয়ে দেব যে ছবিটি করতে চলেছেন, সেখানে ‘সুভাষিণী’র চরিত্রে কোন নায়িকা অভিনয় করবেন! বেশ কিছু নাম হাওয়ায় উড়তে থাকে। সূত্রের খবর, ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার অডিশনও নেওয়া হয় চরিত্রটির জন্য। কিন্তু প্রযোজক দেব ও এই ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কোনও নায়িকাকেই নাকি ‘সুভাষিণী’ রূপে পছন্দ হচ্ছিল না। এদিকে নায়িকা পাওয়া যাচ্ছে না বলে ছবির কাজও শুরু করা যাচ্ছিল না। অবশেষে মিটিংয়ে বসেন দেব-অনিকেত। বিশ্বস্ত সূত্রের খবর, এই মিটিংয়েই নাকি সিদ্ধান্ত হয়, ‘সুভাষিণী’র চরিত্রে রুক্মিণী মৈত্রকেই কাস্ট করা হবে। ছবিতে রুক্মিণীর জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নেওয়া হবে। এর আগে এই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে দেব স্পষ্ট জানিয়েছিলেন, ‘সুভাষিণী’র চরিত্রের জন্য রুক্মিণীকে একেবারেই ভাবা হচ্ছে না। তা হলে কী এমন ঘটল যে, রুক্মিণীকে কাস্ট করলেন দেব? নিন্দুকেরা আবার বলছেন, কোনও এক ‘অদৃশ্য শক্তির কোপ’-এ পড়ে ইন্ডাস্ট্রির কোনও এ-গ্রেড নায়িকা নাকি সাহস পাচ্ছেন না দেবের প্রোডাকশনে কাজ করতে! ঠিক যেমনটা হয়েছিল ‘হইচই আনলিমিটেড’-এর সময়ও! সে যাই হোক, শোনা যাচ্ছে, সামনের বছর জানুয়ারী থেকেই নাকি শুরু হবে ছবির শুটিং। আপাতত রেকি করার প্রস্তুতি নিচ্ছেন অনিকেত।

Rukmini maitra | Dev | Subhashini | Rukmini maitra to play subhashini