magazine_cover_12_october_19.jpg

 

Home sports বিশ্বকাপে শিখরের বদলি ঋষভ!

বিশ্বকাপে শিখরের বদলি ঋষভ!

sports-12.6.2019-img1 গতকালই জানা গিয়েছিল, আঙুলে বেশ জোরদার চোট লেগেছে শিখর ধওয়ানের। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচারের কথাও জানা গিয়েছিল। কোনও ঝুঁকি না নিয়ে এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও ধওয়ান এখনও বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে থাকবেন, তবে তিনি একান্তই খেলতে না পারলে রিষভ মাঠে নামবেন। ডাক্তার ধওয়ানকে কতদিন বিশ্রাম নিতে বলেছেন, বা সুস্থ হতে তাঁর কতদিন লাগবে, সেসব এখনও জানা যাচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী, এর মধ্যেই ঋষভের দিল্লির বাড়িতে অফিশিয়াল জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের দলে তাঁর যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।

ICC World Cup | World cup 2019 | India world cup team | sikhar Dhawan | rishabh pant