magazine_cover_12_october_19.jpg

Anandalok Review

অ্যাকশন বিন্দাস, বাকিটা…থাক সে কথা!

সাহো

পরিচালনা: সুজিথ
অভিনয়: প্রভাস, শ্রদ্ধা কপূর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ

পাঁচতারা হোটেলে গিয়ে মশলা মুড়ি অর্ডার করলেন তারপর সেই মুড়ি এল, খেলেন। কিন্তু স্বাদের পার্থক্য বুঝলেন কি? মুড়িকে আর কত পরিবর্তন করা যায়! হ্যাঁ, প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত। প্রভাসের ‘সাহো’র হাল তাই। গল্পে কোনও নতুনত্ব নেই, কিন্তু ঝকঝকে পরিবেশনা। আসলে ছবিতে গল্প হারিয়ে গিয়েছে অ্যাকশনের চোরা গলিতে, ভিএফ এক্সের মায়ায়। মুম্বই শহরে এক অসম্ভব বুদ্ধিমান চোরের আমদানি হয়েছে, তাঁকে ধরতে গিয়ে নাকানি-চোবানি খাওয়ার দশা পুলিশের। সেই চোরকে ধরতেই আসে অশোক (প্রভাস)। তাঁর টিমে জায়গা হয় তরুণ পুলিশ অফিসার অমৃতার (শ্রদ্ধা)। প্রেম আসে নিয়ম মেনে। এদিকে আবার বিশ্বের এক বৃহত্তম কোম্পানি ‘রয় ইন্ডাস্ট্রি’র ম্যানেজিং ডিরেক্টর ‘রয়’ অ্যাক্সিডেন্টে মারা যান মুম্বইয়ে এসে। এবার সেই কোম্পানির সর্বোত্তম চেয়ারে কে বসবে? রয়ের ছেলে? আছে তো আরও দাবিদার। তারপর নানা মোচড় আছে। আছে, গল্পের এদিক যাওয়া-আসা (শুধু মনে রাখবেন হিরো চোর হতে পারে, হিরো কোম্পানির মালিকও হতে পারে, বাজে কাজও করতে পারে, কিন্তু মানুষটি ভাল হবেই)। তবে এত মোচড়ে আপনি বিরক্ত হলে আপনার জন্য আছে ভরপুর অ্যাকশন। ভিএফএক্সের কারসাজি। অগুন্তি গাড়ি ওড়ানো (রোহিত শেট্টি বাচ্চা বুঝলেন)। আর অভিনয়? ধুর মশাই অ্যাকশনের সামনে সব ঘচাং ফুঃ হয়ে উড়ে গিয়েছে। তাও যদি জানতে চান, তাহলে বলি প্রভাস যদি সত্যিই বলিউডে কাজ করতে চান, তাহলে হিন্দিটা মন দিয়ে শিখুন। হিন্দিতে বড্ড দক্ষিণী টান। আর নড়াচড়া সাবলীল করুন। এই ছবিতে অভিনয় করতে গেলে যা করতে তিনি করেছেন, কিন্তু এই ছবিতে রাজকীয় দুলকি চাল একেবারেই চলে না (‘বাহুবলী’র আফটার এফেক্ট নাকি)। শ্রদ্ধা সে তুলনায় সাবলীল। ভাল লাগে, নীল নীতিন মুকেশকে। ঠান্ডা চাউনির ভিলেন হিসেবে তিনি দারুণ। চাঙ্কিও বেশ ভাল। কিন্তু এত অভিনেতাকে জায়গা দিতে গিয়ে ছবির দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, যা কিনা ধৈর্যচ্যুতি ঘটায়। একসময়ে গাড়ি ওড়ানোতেও বিরক্তি লাগে। আর ছবির গানের কথা না বলাই ভাল। পরিচালকের মনে হয়েছে, ব্যস গান গুঁজে দিয়েছেন। সেগুলো ভাল না মন্দ আলোচনা অপ্রয়োজনীয়। অতএব অ্যাকশন দেখতে চান, দেখুন। ভিএফএক্সের কেরামতি দেখতে চান, দেখুন। সুন্দর দৃশ্য দেখতে চান, দেখুন। গল্প খুঁজতে গিয়ে মাথাকে কষ্ট দেবেন না।