magazine_cover_12_january_20.jpg

Anandalok Review

রবিবার

robibar-big-img

পরিচালনা: অতনু ঘোষ
অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান

শুরুতেই বলি, এই গল্প ভীষণভাবে চেনা, আবার অচেনাও। কারণ অতনু খুব সুন্দরভাবে একটি ভাঙা সম্পর্কের বন্ধনের সঙ্গে দর্শকের পরিচয় ঘটিয়েছেন। অসীমাভ এবং সায়নী প্রাক্তন প্রেমিক, প্রেমিকা। অনেকদিন পরে তাদের দেখা হয় এক রবিবার। ব্যস্ততা না থাকায়, একসঙ্গে সময় কাটতে সম্মত হয় তারা। কিন্তু তাদের মধ্যে তো কোনও ভালোবাসা নেই! সায়নী চলে যেতেও চায়। কিন্তু পরে না। কিসের টানে? ভালোবাসা নাকি মন্দবাসা? অতনুর মুন্সিয়ানা এখানেই যে, তিনি একটি ভাঙা শেষ হতে যাওয়া সম্পর্কের মধ্যেও প্রাণ খুঁজে পান। আর সেটা সঞ্চারিত করতে পারেন দর্শকের মধ্যে। অভিনয়ে প্রসেনজিৎ অনবদ্য। তিনি অসীমাভ হয়েই বেঁচেছেন। জয়াও ভীষণ ভাল। তার চোখের ভাষা দারুন। সংলাপ সিনেমাটিকে অন্য রূপ দিয়েছে। আর শেষ দৃশ্যটি তো দেখতেই হবে। চাওয়া পাওয়ার সব হিসেব যে সেখানেই লুকিয়ে।