magazine_cover_12_july_18.jpg

Anandalok Review

মনকে নাড়া দেবে

গভীর গোপন বৃষ্টি
Gobhir-Gopon-Brishti-still2

পরিচালক: নরোত্তমপ্রসাদ শীল
অভিনয়: কৌশিক সেন, সমদর্শী দত্ত, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, স্নেহা চক্রবর্তী

মানুষকে নাড়া দেওয়ার ক্ষমতা আছে এই ছবির। ছবির প্লট খুব চেনা এবং বহু ব্যবহৃত হলেও দর্শকের বড় আপন। মা (অনিন্দিতা কপিলেশ্বরী)-বাবার (সুপ্রিয় দত্ত) সম্পর্কের তিক্ততা ও পরবর্তীকালে বাবার বন্ধুর (কৌশিক সেন) সঙ্গে মায়ের চলে যাওয়া গভীর রেখাপাত করে বৃষ্টির (সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়) মনে। ভালবাসার উপর বীতশ্রদ্ধ বৃষ্টি কলেজ লাইফে ফিরিয়ে দেয় আকাশের (সমদর্শী দত্ত) প্রেম প্রস্তাব। পরবর্তীকালে আবার আকাশের কাছাকাছি এসে তার মধ্যেই সে খুঁজে পায় নিজের প্রকৃত ভলবাসাকে এবং চায় তার সঙ্গে ঘর বাঁধতে। এরপর কী হয়, তা জানার জন্যই দেখতে হবে সিনেমাটি। প্রথম সিনেমায় যথেষ্ট নৈপুণ্য দেখিয়েছেন পরিচালক নরোত্তমপ্রসাদ শীল। কৌশিক সেন সম্পর্কে নতুন কিছু বলার না থাকলেও সুদীপ্তা, সমদর্শীর অভিনয় দর্শনীয়। স্বল্প পরিসরে নবাগতা স্নেহাও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, তবে তাঁর আরও অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে মনে হল। সেটের খুঁটিনাটির দিকে যথেষ্ট নজর দিয়েছেন পরিচালক, তেমনই সমান নজর দিয়েছেন শট ডিভিশনেও। বাঙালীর কিছু নস্ট্যালজিক জিনিসকে খুব বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করা হয়েছে, যা দর্শককে আকর্ষণ করবে। অনিন্দ্যর সঙ্গীত পরিচালনায় গানগুলোর প্রয়োগ ও গায়কি বেশ যথাযথ। তবে দু’-একটি ব্যাপারে আর একটু যত্নবান হওয়া প্রয়োজন ছিল, যেমন একটি রবীন্দ্রনৃত্যের দৃশ্যে নায়িকার পোশাকে আর একটু নজর দেওয়ার দরকার ছিল বলে মনে হয়েছে। এছাড়া, আকাশ আর বৃষ্টি বাংলোতে একরাত রইল (যদিও আলাদা ঘরে)… এখনও আমাদের সমাজ কি এতটা উদার হয়েছে যে একজন মধ্যবিত্ত বাঙালী মা কোনও প্রতিক্রিয়া ছাড়াই এই ঘটনাটা মেনে নেবেন (যতই ছেলের উপর বিশ্বাস থাকুক না কেন)? তবে মোটের উপর দেখে ভালই লাগবে।