magazine_cover_12_september_18.jpg

Anandalok Review

বড়ই জটিল

ব্যোমকেশ ও অগ্নিবাণ
bomkesh-0-agniban-still

অভিনয়: যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, অঞ্জন দত্ত
পরিচালনা: অঞ্জন দত্ত
……

সিনেমা সবে শেষ হয়েছে| হল থেকে সকলে বেরোচ্ছেন| তারমধ্যে এক পঞ্চাশোর্ধ্ব মহিলার কথা কানে এল, ‘দু’টো গল্পই আমার অনেকবার পড়া| তাও সিনেমাটা কিছুই বুঝলাম না| যারা গল্পগুলো পড়েনি তাদের কী হবে!’ সত্যি তো! এই ছবির ইউএসপি ছিল ‘অগ্নিবাণ’ ও ‘উপসংহার’, দু’টো গল্পকে মিলিয়ে একটা ছবিতে তুলে ধরা| আর এটাই হয়ে উঠল ছবির সবচেয়ে বড় দুর্বলতা| দু’টো গল্পকে মেলাতে গিয়ে পরিচালকমশাই পুরোটাই ছড়িয়ে ফেললেন| ফলে যাঁরা গল্পদু’টো পড়েছেন আর যাঁরা পড়েননি, সকলের কাছেই ছবির প্লট হয়ে ওঠে জটিল ও গোলমেলে| এছাড়া পুরো ছবিজুড়ে একটা অন্ধকারভাব যার কারণ বোঝা গেল না| তবে ছবিতে সকলের অভিনয় বেশ ভাল| বিশেষ করে ব্যোমকেশের চরিত্রে যিশুর অভিনয় ও শরীরী ভাষা অনবদ্য| তবে সিনেমাতে ক্যামেরার কাজ বেশ ভাল| এডিটিংও ভাল লাগে|

এখন আপনার রিভিউ প্রকাশিত হতে পারে আনন্দলোক-এ। সিনেমা দেখে
চটপট লিখে ফেলুন রিভিউ আর ইমেল করুন

[email protected]