magazine_cover_12_november_17.jpg

Anandalok Gossip

রবীনা টণ্ডনের ক্রাশ

Raveena-Tandon-sanjay-dutta-big ওনিরের নতুন ছবির প্রচার করছেন রবীনা টণ্ডন। ‌এ ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। কিন্তু সেটা খবর নয়। খবর, প্রচারে এসে নিজের ক্রাশকে নিয়ে যা বললেন রবীনা। একসময় নাকি ঋষি কপূরকে দারুণ পছন্দ করতেন রবীনা। তবে তার চেয়েও বেশি ক্রাশ ছিল সঞ্জয় দত্তর উপর। সে একেবারে যাকে বলে পাগল প্রেম! রবীনা বলেন, প্রথম যেবার তিনি সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেন, ব্যোমকে গিয়েছিলেন! আরে, এই মানুষটির পোস্টারে তো তাঁর ঘরের সবক’টা দেওয়াল জোড়া। প্রেমে পাগল রবীনা একেবারে ভেসে গিয়েছিলেন সেদিন সঞ্জয়কে দেখে।

Raveena Tandon | Sanjay Dutt