magazine_cover_12_mayl_19.jpg

Bolly News

বিবাহবন্ধনে রণবীর-দীপিকা

deepika-ranveer-sing-bigঅবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও দীপিকা। নিজেরাই টুইট করে সুখবরটি দিলেন তাঁরা। নভেম্বরের চোদ্দ তারিখে বিয়ের অনুষ্ঠান। আর পনেরোয় রিসেপশন। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির কাছের বন্ধুবান্ধবরা হাজির থাকবেন বিয়েতে। শাহরুখ খান, সঞ্জয় লীলা বনশালি ও অর্জুন কপূর রয়েছেন অতিথি তালিকায়।

আনন্দলোক কিন্তু প্রথম বলেছিল যে তাঁদের বিয়ে হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সেই খবরেই শিলমোহর পড়ল কিছুক্ষণ আগে…

Ranveer Singh | Deepika Padukone