magazine_cover_12_january_20.jpg

Bolly News

পুরস্কৃত রণদীপ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের সাউথ এশিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের তরফ থেকে ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য পুরস্কৃত করা হয় রণদীপ হুডাকে। এই অনুষ্ঠানেই জানা যায় একসময়ে স্টুডেন্ট হিসেবে এই শহরে থাকতেন তিনি। অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে নিজের স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। এছাড়াও রণদীপ জানান, তার প্রথম ছবি ‘মনসুন ওয়েডিং’-এ সুযোগই পেয়েছিলেন অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের জন্য (ওই ছবিতে অস্ট্রেলিয়া থাকা একজন ভারতীয়ের চরিত্রে অভিনয় করেছিলেন)। তাই এই দেশটা চিরকালই তাঁর হৃদয়ের খুব কাছের। তিনি নাকি সুযোগ পেলেই অস্ট্রেলিয়ায় ঘুরতে চলে আসেন।