magazine_cover_12_january_20.jpg

Bolly News

ফুটবল খেলতে গিয়ে বিপত্তি

ranbir-big রবিবার দিনটাই ছিল রণবীরের জন্য দুর্ঘটনার দিন। ফুটবল খেলতে বরাবরই ভালবাসেন তিনি, রবিবারও তাই ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। শীতের সকালে তাঁর সঙ্গে ফুটবল খেলতে নেমেছিলেন ঈশান খট্টর, সেফ আলি খান, ঈব্রাহিম আলি খান সহ আরও অনেকে। জমজমাট খেলায় কয়েকটি গোলও করেছিলেন রণবীর, কিন্তু তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। অন্য এক খেলোয়াড়ের হাতের ধাক্কায় ঠোঁট ফেটে যায় তাঁর, নিমেষে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। ঘটনার ভিডিও অবশ্য তার কিছুক্ষণ পরেই নেটে ভাইরাল হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুসারে অবশ্য রণবীর সুস্থই আছেন জানা গিয়েছে।