magazine_cover_12_august_19.jpg

Bolly News

অভিনেতা না দেবতা?

Ranbir-Kapoor-big বেনারসের হোটেলে ‘ব্রহ্মাস্ত্র’এর শুটিং-এ ব্যস্ত ছিলেন রণবীর কপূর, এর মধ্যেই দেখা করতে এলেন এক ফ্যান। ফুল আর চকোলেট উপহার দিলেন রণবীরকে, তারপরেই একটু সমস্যা হয়ে গেল। প্রিয় সেলেব সাক্ষাতে মুগ্ধ যুবকটি প্রণামই ঠুকে ফেললেন রণবীরকে, আশ্চর্যের ব্যাপার রণবীর সেই প্রণাম গ্রহণও করলেন। এতেই শেষ নয়, হোটেলের লবির দিকে পায়ে-পায়ে এগিয়ে গেলেন দু’জন। তারপর রণবীর বসলেন সোফায়, আর তাঁর মুগ্ধ ভক্তও বসলেন… তবে ঠিক তাঁর পায়ের কাছে। সেভাবেই চলল আলাপ-পরিচয়। সোশ্যাল মিডিয়ায় কোনওভাবে ভিডিওটি প্রকাশ হয়ে যাওয়ায় সঙ্গে-সঙ্গে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন রণবীর। শুধু ট্রোলিং নয়, প্রবলভাবে সমালোচনাও হয় তাঁর। আমজনতার দাবি, রণবীর কি নিজেকে শেষ পর্যন্ত দেবতা ভাবতে লেগেছেন যে মানুষের প্রতি সাধারণ সৌজন্যবোধও হারিয়ে ফেলেছেন? যদিও এ বিষয়ে রণবীরের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Ranbir Kapoor Fan Brahmashtra Varanasi