magazine_cover_12_october_18.jpg

Anandalok Gossip

এই জুটিটি চমৎকার!

Ranbir-Kapoor-and-Alia-Bhatt-big ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা একটি নতুন জুটিকে নিয়ে। ‘ব্রহ্মাস্ত্র’তে প্রথমবার একসঙ্গে কাজ করছেন রণবীর কপূর আর আলিয়া ভট্ট। সিনেমার আগে যা হয়ে থাকে, নতুন জুটির ‘প্রেম’ নিয়ে গসিপ তুঙ্গে। কিন্তু সম্প্রতি এই জল্পনায় সত্যতার একটা আভাস দিলেন স্বয়ং মনীশ মলহোত্র! যিনি ইন্ডাস্ট্রির সব্বার বেস্ট ফ্রেন্ড! একটি চ্যাট শোয়ের টিজ়ারে প্রকাশ, রণবীর-আলিয়াকে নিয়ে মুখ খুলেছেন মনীশ। প্রশ্ন করা হয়েছিল, বছরের সবচেয়ে বড় ‘হুক-আপ’ (প্রেম) কোনটি হতে চলেছে। এক মুহূর্ত না ভেবে, মনীশ বলেন, ‘রণবীর কপূর এবং আলিয়া ভট্ট’! মনীশের সঙ্গী ছিলেন সোনাক্ষি সিন্‌হা। তিনি আবার ‘বছরের সবচেয়ে বড় ব্রেকআপ’-এর উত্তরে বলেন, ‘আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ মলহোত্র’। হিসেব কিন্তু মোটামুটি মিলে যাচ্ছে, তাই না?

Ranbir Kapoor | Alia Bhatt | Manish Malhotra | Sonakshi Sinha