magazine_cover_12_january_18.jpg

Tolly News

দেবকে সময় বেঁধে দিলেন রানা

dev-big2 ‘ধূমকেতু’র রিলিজ় নিয়ে এর আগেই বিতর্ক তৈরি হয়েছিল। প্রযোজক রানা সরকার ও ছবির নায়ক দেবের (তিনি এই ছবির সহ প্রযোজকও বটে) মধ্যে সমস্যার কারণে এখনও পর্যন্ত দিনের আলো দেখেনি এই ছবি। অবশেষে ছবি মুক্তির বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছেন ছবির অন্যতম প্রযোজক রানা সরকার। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ২২ নভেম্বরেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু ঘটনা হল, ছবিতে দেবের ডাবিং বাকি এখনও। ছবির মুক্তি নিশ্চিত করতে টলিউড সুপারস্টার দেবকে ৩০ অগস্ট পর্যন্ত সময় দিয়েছেন রানা। এই সময়ের মধ্যে যদি দেব ডাবিং কমপ্লিট না করেন, সেক্ষেত্রে অন্য কোনও অভিনেতাকে দিয়েই সেই অংশের ডাবিং করানো হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রানা। তবে উল্লেখ্য যে, ‘ককপিট’-এর কাজে এই মুহূর্তে দেব দেশের বাইরে। এখনও পর্যন্ত এই ঘটনায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত ছবির মুক্তি ও ডাবিং সংক্রান্ত লড়াইয়ে আর কী-কী নাটকীয়তা অপেক্ষা করছে সেদিকেই তাকিয়ে সিনে-মহল।