magazine_cover_12_november_18.jpg

Tolly News

হ্যালো! কোথায়?

rima-priyanka-big গতবছর পুজোর সময় বেশ শোরগোল ফেলেছিল হইচই-এর সেনশুয়াস থ্রিলার সিরিজ় ‘হ্যালো’। রাইমা সেন এবং প্রিয়ঙ্কা সরকার অভিনীত এই সিরিজ়টির দ্বিতীয় সিজ়ন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, এমনটা শোনা যাচ্ছে। কিন্তু শুটিং এখনও শুরু হয়নি। কেন শুট শুরু হচ্ছে না, তার কারণ অ়জ্ঞাত। কিন্তু পুজোয় যদি রিলিজ় করতে হয়, তাহলে এই ক’দিনে কী করে শুট শেষ হবে, তা-ও জানা নেই। তবে কি অন্য কোনও সময় দেখানো হবে সিরিজ়টি? উত্তর সময়ের গর্ভে।

Raima Sen | Priyanka Sarkar | Joy Sengupta | Web Series | Hello