magazine_cover_12_mayl_19.jpg

Tolly News

নেটফ্লিক্সে পাওলি-পরম-রাহুল

paoli-rahul-bose-parambrata-big নেটফ্লিক্সের ইন্ডিয়ান কনটেন্টে এবার যুক্ত হচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। নেটফ্লিক্স ওরিজিনালসের একটি সিনেমায় অভিনয় করছেন পাওলি দাম ও পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে আছেন রাহুল বসুও। আর সম্প্রতি মুক্তি পাওয়া ‘ল্যায়লা মজনু’ ছবির জুটি অবিনাশ তিওয়ারি এবং তৃপ্তি দিমরিও অভিনয় করছেন এই ছবিতে। শোনা যাচ্ছে, এটি একটি পিরিয়ড ড্রামা। পরিচালনা করছেন অনভিতা দত্ত, যিনি ‘তিস মার খান’, ‘বদমাশ কোম্পানি’, ‘পটিয়ালা হাউজ়’, ‘শানদার’, ‘ফিলৌরি’, ‘কালাকান্ডি’র মতো ছবির সংলাপ, চিত্রনাট্য এবং গান লিখেছেন। তবে ছবির অভিনেতারা এব্যাপারে এখনও কিছু জানাতে রাজি হননি।

অংশুমিত্রা দত্ত

Rahul Bose | Paoli Dam | Parambrata Chatterjee